হোম » প্রধান সংবাদ » ঠাকুরগাঁওয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে উদযাপন 

ঠাকুরগাঁওয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে উদযাপন 

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। শনিবার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বড় মাঠে অনুষ্ঠান উদ্বোধন করেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম,
পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সিভিল সার্জন ডা: মাহফুজুর রহমান সরকার, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর ছিদ্দিক, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো প্রমুখ। পরে জেলার উন্নয়নের উপরে ভিডিওচিত্র প্রদর্শন করা হয় এবং ২ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।

Loading

error: Content is protected !!