হোম » প্রধান সংবাদ » মানবউন্নয়ন সূচক, সামাজিক সূচক ও অর্থনৈতিক সূচকে পাকিস্তানকে পেছনে ফেলেছি -তথ্যমন্ত্রী

মানবউন্নয়ন সূচক, সামাজিক সূচক ও অর্থনৈতিক সূচকে পাকিস্তানকে পেছনে ফেলেছি -তথ্যমন্ত্রী

জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতির জনক বঙ্গুবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচক ও অর্থনৈতিক সূচক। সব সূচকে পাকিস্তানকে পেছনে ফেলে এসেছি। স্বাধীনতার ৫০ তম বর্ষে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্বার্থকতা। শেখ হাসিনার নেতৃত্বে আমাদের বাংলাদেশ উন্নয়শীল দেশে পরিণত হয়েছে। গতকাল রবিবার দুপুরে আত্রাই উপজেলা চত্ত¡রে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

 

আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিপেন্দ্রনাথ দুলালের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজান উদ্দিন জলিল জন, রাণীনগর-আত্রাই আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেকসহ দলীয় নেতৃবৃন্দ।

Loading

error: Content is protected !!