হোম » প্রধান সংবাদ » প্রখ্যাত কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ আর নেই

প্রখ্যাত কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ আর নেই

আওয়াজ অনলাইনঃ প্রখ্যাত কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক, সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ আর নেই। সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের তরফ থেকে জানানো হয়, বিকেলে হঠাৎ করে শ্বাসকষ্টে ভুগলে তখনই আবুল মকসুদকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা সোয়া সাতটার দিকে তাঁকে মৃত ঘোষণা করে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

১৯৪৬ সালের ২৩ অক্টোবর মানিকগঞ্জের শিবালয় উপজেলার এলাচিপুর গ্রামে জন্মগ্রহণ করেন সৈয়দ আবুল মকসুদ। ১৯৬৪ সালে সাপ্তাহিক নবযুগ পত্রিকায় সাংবাদিকতার মধ্য দিয়ে শুরু হয় কর্মজীবন। পরে সাপ্তাহিক জনতায় কাজ করেন কিছু দিন। ৭১ সালে যোগদেন বাংলাদেশ বার্তা সংস্থায়। বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন ১৯৯৫ সালে। সাহিত্যিক হিসেবেও খ্যাতিমান ছিলেন সৈয়দ আবুল মকসুদ।

error: Content is protected !!