হোম » প্রধান সংবাদ » সন্দ্বীপে জেলা প্রশাসকের বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্ণার উদ্ভোধন ও মতবিনিময় সভা

সন্দ্বীপে জেলা প্রশাসকের বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্ণার উদ্ভোধন ও মতবিনিময় সভা

ইয়াসির আরাফাতঃ জাতির জনকের  বঙ্গবন্ধু উপাধি পাওয়ার দিনে সন্দ্বীপ উপজেলা পরিষদে বঙ্গবন্ধু কর্ণার উদ্ভোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মুহাম্মদ মমিনুর রহমান।গতকাল (২৩ ফেব্রয়ারি)  সকাল ১০ টায় সন্দ্বীপ উপজেলা  পরিষদে উক্ত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের কর্ণার উদ্ভোধন করেন তিনি।
পরে সন্দ্বীপ কবি আবদুল হাকিম পাবলিক অডিটরিয়ামে উপজেলা প্রসাশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা বির্দশি সম্ভৌদি চাকমার সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা ভাইস চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন,সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহম্মদ খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ  মামুন,
উপস্হিত ছিলেন সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফজলুল করিম,কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলিমুর রাজী টিটু, বাউরিয়া ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, রহমতপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার ইলিয়াছ খান, আজিমপুর ইউপি চেয়ারম্যান আবদুল আজিজ, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, দীর্ঘাপাড় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন,
সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম,সাউথ সন্দ্বীপ কলেজের অধ্যক্ষ সুরাইয়া বেগম, মগধরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিদার হোসেন, আবুল কাশেম হায়দার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হানিফ, দৈনিক আমার সংবাদ পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি ইলিয়াছ সুমন, সন্দ্বীপ উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেদন, সন্দ্বীপ সিপিপির সভাপতি মশিউর রহমান বেলাল, সহ সন্দ্বীপ উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গন উপস্থিত ছিলেন।
error: Content is protected !!