হোম » প্রধান সংবাদ » সাংবাদিক বোরহান উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিক বোরহান উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির গুলি বিদ্ধ হয়ে মৃত্যু বরণ করেন। এরই প্রতিবাদে কুড়িগ্রামের রৌমারীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি ) সাংবাদিক শফিকুল ইসলাম এর আহব্বানে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন পালন করা হয়। এসময় রৌমারী ও রাজিবপুর উপজেলার প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মানবকন্ঠের প্রতিনিধি ইয়াছির আরাফাত নাহিদ।

মাননবন্ধনে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা খন্দকার শামছুল আলম, সহকারি অধ্যাপক এমএর ফেরদৌস, প্রভাষক ফরিদ উদ্দিন, আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আফজাল হোসেন বিপ্লব, রৌমারী প্রেসক্লাবের সভাপতি সুজাউল ইসলাম সুজা, বাংলাদেশ সমাচার উপজেলা প্রতিনিধি শাহ আ: মোমেন, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আকতারুজ্জামান, যায়যায়দিনের প্রতিনিধি মিজানুর রহমান মিনু, এশিয়ান টিভির রৌমারী ও রাজিবপুর প্রতিনিধি মুরাদুল ইসলাম মুরাদ, ইত্তেফাকের আমির হোসেন প্রমূখ।