হোম » প্রধান সংবাদ » অতীতের কোন সরকার দেশে এত উন্নয়ন করেন নাই – এমপি মোতাহার হোসেন

অতীতের কোন সরকার দেশে এত উন্নয়ন করেন নাই – এমপি মোতাহার হোসেন

মিজানুর রহমানঃ মোতাহার হোসেন এমপি, বলেছেন, বর্তমান বাংলাদেশ আওয়ামীলীগ সরকার দেশে যে উন্নয়ন করেছে অতীতের আর কোন সরকার তা করেন নাই।তিনি উন্নয়নের সার্বিক ব্যাখ্যা করে আরো বলেন, এ সরকার আমলে ৮০% উন্নয়ন ইতিমধ্যে সম্পুর্ন করা হয়েছে।
আগামি ৩ বছরে অবশিষ্ঠ ২০% উন্নয়ন কাজ শেষ করা হবে ইনশআল্লাহ। গত শনিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় থেকে পাশ্ববর্তী কালীগঞ্জ উপজেলার সীমানা পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অর্থায়নে ১১ কোটি ৭৯ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে প্রায় ১০ কিলোমিটার দৈর্ঘের বঙ্গবন্ধু সড়ক সম্প্রসারন কাজের উদ্ধোধনীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে মোতাহার হোসেন এম পি এসব কথা বলেন।
আলহাজ শমসের উদ্দীন উচ্চ বিদ্যা য়ের মাঠে সেলিম হোসেন এর সভাপতিত্বে উদ্ধোধনীয় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, উপজেলা প্রকৌশলী নজির হোসেন মোস্তাফিজার রহমান মন্জু, ইউ পি,চেয়ারম্যান মজিবুল আলম সাহাদত, প্রধান শিক্ষক নুর মোহাম্মদ বাবুল, প্রমূখ।

Loading

error: Content is protected !!