হোম » প্রধান সংবাদ » বগুড়ার নন্দীগ্রামে জাল ভোট দিতে গিয়ে কলেজের অধ্যক্ষ আটক

বগুড়ার নন্দীগ্রামে জাল ভোট দিতে গিয়ে কলেজের অধ্যক্ষ আটক

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ওসমান গণি সরকার বেলাল (৫৫) আটক হয়েছেন। শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে পৌরসভার ৮নং ভোট কেন্দ্র হাজী ওয়াজেদ আলী বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটককৃত ওসমান গণি সরকার আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী আনিছুর রহমানের ভগ্নিপতি। ওই ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ফারুক হোসেন তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। রির্টানিং কর্মকর্তা এবং বগুড়া জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশের অভিযোগে তাকে আটক করা হয়েছে। এসময় ৩০টি ব্যালট বাতিলও করা হয়েছে বলে তিনি জানান।

Loading

error: Content is protected !!