হোম » প্রধান সংবাদ » চাটখিলে না ফেরার দেশে চলে গেলেন সমাজসেবক গাজী বদিউজ্জামান জামাল।       

চাটখিলে না ফেরার দেশে চলে গেলেন সমাজসেবক গাজী বদিউজ্জামান জামাল।       

মনির হোসেন সোহেল (চাটখিল প্রতিনিধি): না ফেরার দেশে চলে গেলেন মরহুম আলহাজ্ব গাজী বদিউজ্জামান জামাল (৬৫)।   আজ ২০শে জানুয়ারি রোজ বুধবার নোয়াখালী জেলার চাটখিল উপজেলা সিংবাহুড়া গ্রামের পাঁচু গাজী বাড়ি নিবাসী, সিংবাহুড়া গার্লস একাডেমির সভাপতি, সিংবাহুড়া শাহী ইদগাহ এর সভাপতি, সমাজসেবক ও প্রবীন রাজনীতিবিদ আলহাজ্ব গাজী বদিউজ্জামান জামাল সাহেব আজ সকাল ৮.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি……..  রাজেউন।
তিনি দীর্ঘ দিন যাবত সিংবাহুড়া গার্লস একাডেমি ও সিংবাহুড়া শাহী ঈদগাহ এর সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এবং তিনি বাংলাদেশ আওয়ামীলীগের একজন প্রবীন রাজনীতিবিদ ছিলেন।   সিংবাহুড়া শাহী ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক জাফর সাদেক মরহুমের জন্য শোক প্রকাশ ও মাগফেরাত কামনা করেছেন।   স্বেচ্ছাসেবী সংগঠন মানব সেবা সংঘ (সিংবাহুড়া) এর পক্ষ থেকে মরহুমের জন্য শোক ও আত্মার মাগফিরাত কামনা করেছেন।
আজ বাদ আসর সিংবাহুড়া শাহী ঈদগা  ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর মরহুমের নিজ পারিবারিক কবরস্থানে দাপন করা হবে। মৃর্ত্যু কালে মরহুম স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে যান।
error: Content is protected !!