হোম » প্রধান সংবাদ » শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল

মিজানুর রহমানঃ আল্লাহর ইচ্ছায় প্রকৃতির অমোঘ নিয়মে ঋতুর পালাবদল ঘটে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
আজ রবিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ. আবু বক্কর সিদ্দিক শ্যামল এর নিজ উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করেন। চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, সরকারি কম্বল বিতরণের পাশাপাশি আমার নিজ উদ্যোগে কম্বল বিতরণ করে যাচ্ছি। ফলেও হয়তো শীতার্ত মানুষের কষ্ট কিছুটা কমবে। এসময় তিনি আরো বলেন, শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে সমাজের বিত্তবানদের মানবতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি।

Loading

error: Content is protected !!