হোম » প্রধান সংবাদ » রাবি রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক আকতার ফারুক আর নেই

রাবি রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক আকতার ফারুক আর নেই

রাবি প্রতিনিধিঃ হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ফারুক আকতার (৬১) মারা গেছেন।  সোমবার (১১ জানুয়ারি) রাত ১১ টায় রাজধানীর নিউমার্কেট এলাকায় নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করে বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক বেলায়েত হোসেন হাওলাদার বলেন, ফারুক আকতার রাতে তার ঢাকার বাসায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পরেন। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় অধ্যাপক ফারুক আকতারের সঙ্গে একই বাসায় ছিলেন রসায়ন বিভাগের সেকশন অফিসার সিরাজুল ইসলাম। তিনি বলেন, স্যারের সঙ্গে আমি ঢাকার বাড়িতে এসেছি। রাত ১২টার দিকে স্যার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তিনি খুব হাঁচি দিচ্ছিলেন এবং শ্বাসকষ্ট হচ্ছে বললেন। স্যারের স্ত্রী রাজশাহীতে থাকায় আমি তাকে ফোন করি ও স্যারের এক ভাতিজাকে ফোন করে বিষয়টি জানাই। পরে একাই স্যারকে গাড়ি ভাড়া করে হাসপাতালে নিয়ে যাই। স্যার বাসায় একবার বমি করেছিলেন। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানান স্যার আর বেঁচে নেই।
সিরাজুল ইসলাম আরো জানান, অধ্যাপক ফারুক আকতারের মরদেহ নিয়ে তারা আজ বেলা ১১টায় ঠাকুরগাঁওয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্য রওনা দেবেন। দাফনের সময় এখনও নির্ধারিত হয়নি। অধ্যাপক আখতার ফারুক ১৯৫৯ সালের ১৭ অক্টোবর ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে জন্মগ্রহণ করেন। কর্মজীবনের শুরুতে তিনি পীরগঞ্জ সরকারি কলেজে (১৯৮৪-১৯৮৯) শিক্ষকতা করেন। পরে ১৯৮৯ সালের ২০ অক্টোবর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে তিনি বিজ্ঞান অনুষদের ডিন নির্বাচিত হন এবং মৃত্যুর আগে তিনি রসায়ন বিভাগের সভাপতি ছিলেন।
error: Content is protected !!