হোম » প্রধান সংবাদ » চকরিয়াতে ইসলামিক লাইট এ্যাডুকেশন সেন্টার এর দ্বিতীয় শাখা উদ্বোধন

চকরিয়াতে ইসলামিক লাইট এ্যাডুকেশন সেন্টার এর দ্বিতীয় শাখা উদ্বোধন

এইচ এম রুহুল কাদের, চকরিয়া : আলোকিত নাগরিক তৈরির প্রত্যয়ে প্রতিষ্ঠিত চকরিয়া উপজেলার কাকারার ইসলামিক লাইট এ্যাডুকেশন সেন্টারের দ্বিতীয় শাখা (বটতলী) উদ্বোধন এবং বিনামূল্যে বই বিতরণের মাধ্যমে ২০২১সেশনের পাঠদান শুরু হয়েছে। এ উপলক্ষে  মিনিবাজার প্রধান শাখা ও বটতলী দ্বিতীয় শাখাতে এক সাথে উদ্বোধনী অনুষ্ঠান হয়,এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাকারা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব শওকত ওসমান, এতে সবক দান করেন,কাকারা তাজুল উলুম দাখিল মাদ্রাসার সহ সুপার বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শাহাদাত হোসাইন,
উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য কবির আহমদ,বিশিষ্ট সমাজ সেবক জনাব আব্দু রাজ্জাক, এতে আরো বক্তব্য রাখেন , পরিচালনা কমিটির সহ সভাপতি সাংবাদিক এইচ এম রুহুল কাদের, সেক্রেটারী জনাব জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যাংকার জনাব মোহাম্মদ উল্লাহ, মিনিবাজার শাখার প্রধান শিক্ষক হাফেজ রেজাউল করিম সহ উভয় শাখার শিক্ষক ও কর্মচারী এবং শিক্ষার্থী অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন । এসময় বক্তারা বলেন, ইসলামিক লাইট এ্যাডুকেশন নামের নূরানী টি ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পাঠদান দিয়ে আলোকিত নাগরিক তৈরিতে বিশেষ অবধান রাখবে ।

Loading

error: Content is protected !!