হোম » প্রধান সংবাদ » ঠাকুরগাঁও পীরগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর, অভিযুক্ত ব্যক্তি আটক

ঠাকুরগাঁও পীরগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর, অভিযুক্ত ব্যক্তি আটক

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ   ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাঙচুরের সময় এক ব্যক্তি কে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১জানুয়ারি) বিকেলে  পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি নূর আলম (৪৫) শহরের রঘুনাথপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, আটক ওই ব্যক্তি বিকেলে শহরের পূর্ব চৌরাস্তায় নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ইট দিয়ে আঘাত করতে থাকে। এতে ম্যুরালের একটি অংশ ভেঙে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, ঘটনাটি দুঃখজনক। তার বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনাস্থল পরির্দশন করেছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম।স্থানীয়দের সাথে কথা বলে যে বিষয়টি জানা গেছে আটককৃত এই ব্যক্তি মানসিক  ভারসাম্যহীন রোগী।

Loading

error: Content is protected !!