হোম » প্রধান সংবাদ » ভালুকায় নৌকা মনোনয়ন প্রত্যাশি বীর মুক্তিযােদ্ধা আবুল কালাম আজাদ (লেবু) সকলের দোয়া সমর্থন চান।

ভালুকায় নৌকা মনোনয়ন প্রত্যাশি বীর মুক্তিযােদ্ধা আবুল কালাম আজাদ (লেবু) সকলের দোয়া সমর্থন চান।

ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ- ভালুকা উপজেলার ৮নং ডাকাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা মনোনয়ন প্রত্যাশি হয়ে অত্র ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন চান বিশিষ্ট আওয়ামীলীগ নেতা,বীর মুক্তিযােদ্ধা আবুল কালাম আজাদ (লেবু)। উপজেলার ৮নং ডাকাতিয়া ইউনিয়নের বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক,আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযােদ্ধা আবুল কালাম আজাদ (লেবু) জানান,দলীয় ভাবে আমার পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর ডাকাতিয়া অঞ্চলের চেয়ারম্যান নিয়ােজিত করে ছিলেন।

 

ওই সময় ডাকাতিয়া ইউনিয়নে ১৮টি গভীর নলকুপ স্থাপন করে এলাকায় কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন।ছােট ভাই মােঃ আবু সাইদ ছিলেন বীর মুক্তিযােদ্ধা।সে ছাত্রাবাস্থায় ছাত্রলীগের রাজনীতি সাথে জারিত ছিলেন এবং ময়মনসিংহ পলিটেকনিক্যাল এর ভিপি ছিলেন।ছােট ভাই নজরুল ইসলাম ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং ছাত্রলীগ করতেন। সে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হলের ভিপি ছিলেন।বর্তমানে সরকারী চাকুরী জীবি।ছােট ভাই মােবারক হােসেন আজাদ সে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য,সকল ভাই,বােন ও ভগ্নিপতিগণ সহ পারিবারিক ভাবে সবাই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি এবং বংশগত ভাবেও আমরা আওয়ামী পরিবার।

 

দলীয় পদবী সম্মানিত সদস্য,উপজেলা আওয়ামীলীগ, সহ-সভাপতি,ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগ,সভাপতি-বাংলাদেশ তঁতী লীগ,ভালুকা উপজেলা শাখা,কেন্দ্রীয় সদস্য-বাংলঅদেশ তাঁতী লীগ।সভাপতি- ঘাতক দালাল নির্মূল কমিটি,ডাকাতিয়া ইউনিয়ন শাখা পেশা ও দাতা ও প্রতিষ্ঠাতা,হাজী ছালেহা আমজাদ এতিমখানা,সদস্য,ম্যানেজিং কমিটি- আল কুদ্দুছ দাখিল মাদ্রাসা,সাবেক সভাপতি, বণিক সমিতি-দৌলা বাজার,ভালুকা,প্রতিষ্ঠাতা সভাপতি-বণিক সমিতি,আঙ্গারগাড়া বাজার।জানাযায়, আবুল কালাম আজাদ লেবু উপজেলার মধ্যে একটি স্বনামধন্য একটি আওয়ামী পরিবারে জন্ম গ্রহন করে বঙ্গবন্ধু আর্দশের সৈনিক,

 

বিগত বিএনপি-জামাত জোটের জ্বালাও পােড়াও আন্দোলনের সময় অত্র ইউনিয়ন আওয়ামীলীগে সর্বস্তরের নেতা কর্মীদের নিয়ে উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মীদের পরামর্শক্রমে তা প্রতিহত কাজ করেছেন।আবুল কালাম লেবু জানান,আমি আমার এলাকার উন্নয়ন ও জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নে লক্ষে আমার এলাকায় দীর্ঘদিন যাবত সরকারের পাশাপাশি নিজ দায়িত্বে উন্নয়ন মূলক কাজ করে আসছি।আমি বিগত ২০১১ সালে ইউনিয়ন পরিষদের চেয়ারমান পদে প্রার্থী ছিলাম।

 

তখন দলের একক প্রার্থী দেয়ার জন্য উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দের অনুরােধে আমি নির্বাচন না করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেছি।ওই সময় নেতৃবৃন্দ কথা দিয়েছিলেন সামনের নির্বাচনে আমাকে দলীয় মনােনয়ন দেয়া হবে এবং তখন থেকেই ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ এর জন্য আমি এলাকায় গনসংযােগ করে আসছি।আসন্ন নির্বাচনে ৮নং ডাকাতিয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি আওয়ামীলীগ এর মনােনয়ন প্রত্যাশী হয়েছি সকলে আমার জন্য দোয়া করবেন।

Loading

error: Content is protected !!