হোম » প্রধান সংবাদ » আদমদীঘির অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক স্বপন মৈত্র আর নেই

আদমদীঘির অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক স্বপন মৈত্র আর নেই

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার সরকারি কলেজের বাণিজ্যিক বিভাগের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক স্বপন মৈত্র (৭৩) আর নেই। হার্ট অ্যাটাকে গতকাল শনিবার সকাল ১০টায় তিনি নিজ বাড়ি উপজেলার তালশন গ্রামে পরলোকগমন করেন। স্বপন মৈত্র এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। ওই দিন বিকেলে আদমদীঘির খাড়ির ব্রিজ শ্মশানঘাটে তাঁর শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সান্তাহারের আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিললুর রহমান, পৌর শ্রমিকলীগ নেতা মুক্তারুজ্জামান প্রমূখ।

Loading

error: Content is protected !!