হোম » প্রধান সংবাদ » সৈয়দা নূরুন্নাহার লাবনী’র কবিতা “তুমি পথের পথিক”

সৈয়দা নূরুন্নাহার লাবনী’র কবিতা “তুমি পথের পথিক”

“তুমি পথের পথিক”
[ সৈয়দা নূরুন্নাহার লাবনী]
শান্ত, গভীর অথচ একরোখা চোখ,
যোজন যোজন দূর থেকেও-
কাছে টানবার কী দুর্বার আকর্ষণ!
কিছু কিছু মুখ এতোটাই সুহৃদ,
ঠিক যেনো হৃদয়পটে গেঁথে থাকে
স্মৃতির মতোন।
চলে যাওয়া সুন্দর দিনগুলোকে
যখন আবার ফিরে দেখি,
ফিসফিস করে একটি কথাই বলি-
“অসংখ্য ধন্যবাদ তোমাকে”
সুসময়ে দুঃসময়ে আবার
তোমাকে দেখতে চাই।
যখন সূর্য ওঠে, বৃষ্টি পড়ে,
মাতাল হাওয়ায় পাগল করে,
যখন বাঁধভাঙ্গা জোছনায় ভরে যায় উঠোন,
আমার হৃদয়নীড় তখন তুমিময়।
অবুঝ মনে কতো যে এলোমেলো ভাবনা-
তারাদের জিজ্ঞেস করি…
-আমি কি আবার তোমাকে
  দেখতে আসতে পারি?
-তুমি কি পরের বার
 আমার সাথে বসবে?
একটি তারাও যদি খসে পড়ে-
কখনো তোমার কাছে,
তখন উত্তর দিও।
এই চোখ দিয়ে ঐ চোখ দেখবার
বাসনা আমার বহুদিনের।
কিন্তু ভয় হয়…
পাছে যদি তুমি জেনে যাও
মনের সব গোপন খবর,
পড়ে ফেলো গোটা এই আমাকে!
তোমার গহীন চোখের মায়াভরা দৃষ্টিতে,
আমি আমার আকাশ দেখতে পাই।
ঐ শান্ত গভীর চোখ থেকে-
আমার আকাশ সরিয়ে নিওনা।
তোমার অতলান্ত চোখের ছায়াপথ ধরে,
পৌঁছাতে চাই শুধু তোমারই কাছে।
হতে চাই তোমার পথের-
একমাত্র পথিক…
###SSS
error: Content is protected !!