হোম » প্রধান সংবাদ » গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে সিরাজগঞ্জে ঘোড়দৗড় প্রতিযোগিতা

গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে সিরাজগঞ্জে ঘোড়দৗড় প্রতিযোগিতা

হুমাায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: মহান বিজয় দিবসের উল্লাসে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে সিরাজগঞ্জের কামারখন্দে বিশাল ঘোড়দৌড় (ঘোড়ার দৌড়) প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের খাঁন পাড়া মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ভদ্রঘাট গ্রামবাসীর আয়োজনে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন উপজেলার ১১২টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়।

মাঠের নির্ধারিত স্থানে তিনবার প্রদক্ষিণ শেষে প্রথম স্থান অধিকার করে টাংগাইল জেলার সফিপুরের আবুল হোসেন, তিনি পেছেন একটি ফ্রিজ, দ্বিতীয় মো. মামুন খাঁন পেয়েছে একটি এইডি টিভি ও তৃতীয় স্থান অধিকারী মো, মামুন খাঁন পেয়েছেন একটি বাই সাইকেল।

মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কামারখন্দ উপজেলা চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল মতিন চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, ভদ্রঘাট ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার। এসময় উপস্থিত ছিলেন, ফারুক আহমেদ, আনোয়ার হোসেন, ছাইদুর রহমান, ঘোড়দৌড় প্রতিযোগিতায় সঞ্চালনায় ছিলেন বিশিষ্ঠ সমাজ সেবক কালিফ আলী খাঁন।

error: Content is protected !!