হোম » প্রধান সংবাদ » স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একজন ফারুকের গল্প’ প্রশংসিত হলেন ডালিম

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একজন ফারুকের গল্প’ প্রশংসিত হলেন ডালিম

আল আমিন সেলিম : মুক্তিযুদ্ধে শহীদ হওয়া লাখো বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ‘একজন ফারুকের গল্প’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিচিত্র বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। যেখানে দেখানো হয়েছে ওমর ফারুক নামে একজন বীর মুক্তিযোদ্ধাকে হত্যার নির্মম কাহিনী এবং পরবর্তী সময়ে তার পরিবারের করুন দিনযাপনের গল্প।

 

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা শহীদ ওমর ফারুক যিনি প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেছিলেন পিরোজপুর জেলায়। তাকে রাজাকাররা নিসংশভাবে হত্যা করে। কিন্তু ওমর ফারুকের মা মুক্তিযুদ্ধের ৪৫ বছর পরেও তার হারানো ছেলের ঘরে ফেরার প্রত্যাশায় প্রতিটা দিন পার করে। সত্য ঘটনা অবলম্বনে এটি নির্মাণ করেছেন আতানু আদিত্য। এই গল্পে ফারুক এর চরিত্রে অসাধারণ অভিনয় করে আলোচনায় উঠে এসছেন এই প্রজন্মেও অভিনয়শিল্পী জহিরুল ইসলাম ডালিম। তিনি জানান,

 

ঐতিহাসিক এমন একটি গল্পে আমাকে অভিনয়র সুযোগ করে দেয়ায় সংশ্লিষ্টদের প্রতি জানাই কৃতজ্ঞতা। জহিরুল ইসলাম ডালিম ছাড়াও ‘একজন ফারুকের গল্প তে আরো অভিনয় করেছেন দিলারা জামান, দিপা খন্দকারসহ অনেকে। বহুজাতিক কোম্পানি ন্যাশনাল পলিমার এর উদ্যোগে এটি নির্মিত ও পরিবেশিত হয়েছে।

error: Content is protected !!