হোম » প্রধান সংবাদ » যুক্তরাজ্যে পৌঁছেছে ফাইজার ভ্যাকসিনের প্রথম ব্যাচ

যুক্তরাজ্যে পৌঁছেছে ফাইজার ভ্যাকসিনের প্রথম ব্যাচ

আওয়াজ অনলাইনঃ ফাইজার ভ্যাকসিন, করোনাভাইরাস ভ্যাকসিনের বাজারে এগিয়ে থাকার দৌড়ে প্রতিষ্ঠানগুলো। অনুমোদনের ৪৮ ঘণ্টা পরই যুক্তরাজ্যে পৌঁছেছে ফাইজার ভ্যাকসিনের প্রথম ব্যাচ। এদিকে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে মানুষের মনে যেন সন্দেহ না থাকে সেজন্য ক্যামেরার সামনে টিকা নেবেন যুক্তরাষ্ট্রের সাবেক তিন প্রেসিডেন্ট।

অন্যদিকে রাশিয়ায় উদ্ভাবিত ভ্যাকসিন স্পুটনিক-ফাইভ শনিবার থেকে ৭০ বছর বয়সীদের মধ্যে প্রয়োগের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বেলজিয়াম থেকে যুক্তরাজ্যে পৌঁছেছে ফাইজারের প্রথম ব্যাচের ভ্যাকসিন। সাথে সাথেই সংরক্ষণ কেন্দ্রে নেয়া হলেও গোপনীয়তা রক্ষায় জায়গার নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। শিগগিরই যুক্তরাজ্যের হাসপাতালে ভ্যাকসিন বণ্টন শুরু হবে বলে জানিয়েছেতারা।

এদিকে মার্কিন নাগরিকদের উৎসাহ দিতে এবং নিরাপত্তা নিয়ে শঙ্কা দূর করতে ক্যামেরার সামনেই টিকা নেবেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটন ।

বৃহস্পতিবার ইউটিউবে প্রচারিত এক সাক্ষাৎকারে ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচির অনুমোদনের পর টিকা গ্রহণ করবেন তিনি।

৭ ডিসেম্বর থেকে রাশিয়ায় সত্তরের বেশি বয়সীদের মধ্যে করোনা ভ্যাকসিন স্পুটনিক– ফাইভ প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া বিশ্বের প্রায় ৫০ দেশ স্পুটনিক ফাইভ কেনায় আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বিপুল চাহিদার কথা মাথায় রেখে স্পুটনিক-ফাইভের ১২০ কোটি ডোজ তৈরির কাজ শুরু হয়েছে।

ভ্যাকসিন ইস্যুতে পিছিয়ে নেই চীনও। বৃহস্পতিবার চীনের উদ্ভাবিত করোনাভ্যাকের ৬শ লিটার কাঁচামাল ব্রাজিলে পৌঁছেছে। যা দিয়ে ১০ লাখ ডোজ টিকা তৈরি করা যাবে বলে জানিয়েছে সাও পাওলো কর্তৃপক্ষ। চীন থেকে নেয়া কাঁচামাল দিয়ে সাও পাওলোর ল্যাবে ভ্যাকসিন তৈরি এবং প্যাকেজিং এর কাজ হবে। দুই দফায় চীনের সিনোভ্যাক ভ্যাকসিনটির প্রায় সাড়ে ৪ কোটি ডোজ সরবরাহ করবে ব্রাজিল।

বৃহস্পতিবার প্রথমবারের মতো কভিড-নাইনটিন নিয়ে বিশেষ অধিবেশনের আয়োজন করেছে জাতিসংঘ। অধিবেশনের শুরুতে করোনা মহামারি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ বাস্তবায়ন, উন্নয়নশীল দেশের জনগোষ্ঠীর মধ্যে টিকার সুষম বন্টন এবং অর্থনীতি সচলে কার্যকর পরিকল্পনার ওপর জোর দেন জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস।

সংগৃহীত

error: Content is protected !!