হোম » প্রধান সংবাদ » জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ১৯ জনকে অর্থদণ্ড

জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ১৯ জনকে অর্থদণ্ড

মো:তারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১৯ জনের কাছ থেকে জরিমানা বাবদ আদায় করা হয়েছে মোট ৭ হাজার ৩ শত টাকা। গতকাল বুধবার বেলা ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত পৌরশহরের বাসস্ট্যাণ্ড ও এর আশেপাশের এলাকায় এই অভিযান পরিচালিত হয়। পৃথকভাবে অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন এবং উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত সিংহ। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মুখে মাস্ক পরিধান না করায় জীবননগর পৌরশহরের বাসস্ট্যাণ্ড ও এর আশেপাশের এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের এই পৃথক অভিযানে ১৯টি মামলায় ১৯ জনকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ৭ হাজার ৩ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উপদেশ দেওয়া হয়। জীবননগর থানা পুলিশের একটি টিম এবং বেঞ্চ সহকারীগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জীবননগর উপজেলা প্রশাসন।
error: Content is protected !!