হোম » প্রধান সংবাদ » ৯ কেজি রূপাসহ জীবননগরের ২ জনকে আটক করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ

৯ কেজি রূপাসহ জীবননগরের ২ জনকে আটক করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ

মো: তারিকুর রহমান  চুয়াডাংগা প্রতিনিধি: ঝিনাইদহে পাচারের সময় ৯ কেজি ১’শ গ্রাম রূপাসহ শাহজাহান আলী ও সাইফুল ইসলাম নামের ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ। গোপন খবরের ভিত্তিতে ডিবি ওসি আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার সাধুহাটি এলাকা থেকে তাদের আটক করেন। আটককৃতদের বাড়ি চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামে। দীর্ঘদিন তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে বলে  এলাকাবাসী জানান। এক এক সময় এক এক গাড়িতে এক এক সময় এক এক মোটরসাইকেলে তারা মাল আনা নেওয়া করেন ।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানায়, চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ হয়ে বাসযোগে রূপা পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সাধুহাটি এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। সেসময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি যাত্রীবাহি বাস তল্লাসী করে সন্দেহজনক শাহজাহান আলী ও সাইফুল ইসলাম নামের ২ জনকে আটক করা হয়। পরে তাদের ব্যাগ তল্লাসী করে উদ্ধার করা হয় ৯ কেজি ১’শ গ্রাম রূপা।

Loading

error: Content is protected !!