হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে জুয়েল হত্যা মামলার প্রধান আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

লালমনিরহাটে জুয়েল হত্যা মামলার প্রধান আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে এবং পুড়িয়ে হত্যা করা হয়। এই হত্যা মামলার প্রধান অাসামী অাবুল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

৫দিনের রিমান্ড শেষে শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জুয়েল হত্যা মামলার প্রধান আসামী আবুল হোসেনকে লালমনিরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ এর বিচারক আফাজ উদ্দিন এর আদালতে তোলা হয়।

শহীদুন্নবী জুয়েলকে মসজিদের ভেতরে প্রথম মারধর ও মসজিদের বাইরে বের করে আনার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে আবুল হোসেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফাজ উদ্দিনের এর অাদালতে। আদালত  জবানবন্দি গ্রহণ করার পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আবুল হোসেনকে গত ৭ নভেম্বর ঢাকার কুড়িলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অাটক করে। লালমনিরহাট পুলিশের কাছে হস্তান্তরের পরে ৯ নভেম্বর আদালতে তুলে ৫দিনের রিমান্ড চায় পুলিশ। অাদালত শুনানী শেষে পুলিশের করা রিমান্ড মঞ্জুর করেন।

Loading

error: Content is protected !!