হোম » প্রধান সংবাদ » কাজী তবিবুর রহমান- এর কবিতা ‘কমপ্লিকেটেড’

কাজী তবিবুর রহমান- এর কবিতা ‘কমপ্লিকেটেড’

কমপ্লিকেটেড 
– কাজী তবিবুর রহমান
আমি কমপ্লিকেটেড
এ দোষ আমার নয়, জ্বীনের।
আমার বাপ দাদাও ছিলো কমপ্লিকেটেড।
আমাদের চোদ্দ পুরুষের রক্তে এটা।
দাদা সূর্য থেকে অহংকার এনে
বাংলাদেশে তার চর্চা শুরু করলো।
জয়নগর থেকে আসার সময় একবার
একটি মেয়েকে উদ্ধার করে নৌকায় তুললো,
কি মুশকিল ! তখনই কবিতার সাথে বিয়ে হয়
কমপ্লিকেটেড দাদার।
এরপর আমার বাবার করতলে ঢুকে যায়
কিছুটা স্পর্ধা
তো অনেকটা প্রেম
কিছুটা বিষন্নতা
তো অনেকটা কমপ্লিকেসি।
একদিন রাগের মাথায় আমি পিতাকে
ছুড়ে দেই সবুজ তারাদের দেশে আর,
আমার পিঠে একে নেই তার স্টাচু।
তারপর,
টানা একশো এক দিন
বুক পকেটে বিন্দু বিন্দু আগুন
জালিয়ে ঘুমিয়ে যাই….
ঘুম থেকে জেগে উঠেই
আমি উদ্ধত
আমার কমপ্লিকেটেডের দেখেছো কি?
কমপ্লিকেসি আমার চামড়ার নিচে জাগ্রত।
error: Content is protected !!