হোম » প্রধান সংবাদ » মুহানবী হযরত মোহাম্মদ (সাঃ) নিয়ে ব্যাঙ্গ প্রতিবাদে চকরিয়াতে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ 

মুহানবী হযরত মোহাম্মদ (সাঃ) নিয়ে ব্যাঙ্গ প্রতিবাদে চকরিয়াতে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ 

মুহানবী হযরত মোহাম্মদ (সাঃ) নিয়ে ব্যাঙ্গ প্রতিবাদে চকরিয়াতে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ  ফ্রান্সে রাষ্ট্র্রীয়ভাবে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) নিয়ে ব্যাঙ্গ চিত্র নির্মাণের প্রতিবাদে কক্সবাজার এর চকরিয়াতে বিক্ষোভ প্রদর্শন করেছে শত শত মুসল্লীরা । ২৭অক্টোবর বাদে আছর নতুন বাসটার্মিনাল মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু মহাসড়ক প্রদক্ষিন করে পুরাতন বাস টার্মিনালে গিয়ে শেষ হয় ।
বিক্ষোভ মিছিলে বিক্ষোভদ্ধ মুসল্লীরা বিভিন্ন শ্লোগান দেন, নারায়ে তাকবির আল্লাহু আকবর, বিশ্ব নবীর অপমান সইবেনারে মুসলমান, দুনিয়ায় মুসলিম এক হউ লড়াই কর, ফ্রান্সের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, বদর যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক অারেকবার, ফ্রান্সের পণ্য বয়কট করুন করতে হবে করতে হবে,  অামার নেতা তুমার নেতা বিশ্ব নবী মোস্তফা, এসব শ্লোগানে মুখরিত করে চকরিয়া শহর । মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব মানবতার মহান শিক্ষক মহানবী (সঃ) এর ব্যাঙ্গ বন্ধ ও গোটা মুসলিম জাতির কাছে ক্ষমা চাইতে হবে, অন্যতায় সারাবিশ্বের মত ফরাসি পন্য বয়কট অব্যাহত থাকবে।

Loading

error: Content is protected !!