হোম » প্রধান সংবাদ » নারী নির্যাতনের প্রতিবাদে ফুসে উঠেছে গাইবান্ধার সচেতন মহল

নারী নির্যাতনের প্রতিবাদে ফুসে উঠেছে গাইবান্ধার সচেতন মহল

শাহজাহান সিরাজ : নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে এক নারীর ঘরে ঢুকে বিবস্ত্র করে শ্লীলতাহানি বর্বরোচিত নির্যাতনসহ সাম্প্রতিকালে দেশব্যাপী সংঘটিত নারী-শিশু নির্যাতন ধর্ষণ- হত্যা প্রতিবাদে সারাদেশের ন্যায় ফুসে উঠেছে গাইবান্ধার সচেতন মহল। মঙ্গলবার সকালে গাইবান্ধার সামাজিক প্রতিরোধ কমিটি উদ্যোগে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে শহরের ডিবি রোর্ডে আসাদুজ্জামান মার্কেটের সামনে এক প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জহুরুল কাইয়ুম, রিক্তু প্রসাদ, আফরোজা সিদ্দিক লুনা, সুজন প্রসাদসহ অনেকে।

এছাড়াও একই প্রতিবাদে শহরের শহীদ মিনারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, আবু জাফর সাবু, আলমগীর কবির বাদল, জাহাঙ্গীর তনু প্রমূখ। বক্তারা বর্বরোচিত নারী-শিশু নির্যাতন ধর্ষণ-হত্যা ঘটনায় সকল অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

error: Content is protected !!