হোম » প্রধান সংবাদ » ভ্রান্ত পথিক

ভ্রান্ত পথিক

সাবরিনা আখতার

অভিমানি মন,
অশ্রুসিক্ত নয়ন,
ভালোবেসে কেঁদে ফিরে
কত শত ক্ষন!

কেটে যায় কত
বিনিদ্র রজনী,
ভাবে সে বুঝি মোর আপনজন।

মূর্খ হৃদয়
ছুটে বেড়ায়
এ কোন মরিচীকার মায়ার প্রান্তরে!
মিছেই বেসেছিস ভালো তারে,
যে কখনোই রাখে নাই তোরে
তার অন্তরে।

এইটুকু নিবেদন
যদি দিতি
মহান স্রষ্টার তরে
তবে আজ তোর আদি অন্ত
রয়ে যেতো পূন্যের কাতারে।

তাই তো বলি,
বয়ে গেল বেলা;
শেষ হয়ে এলো তোর পথচলা,
ক্রন্দনরত হয়ে সিক্ত করো মন
যার পদতলে সকল সিংহাসন।।

Loading

error: Content is protected !!