হোম » প্রধান সংবাদ » চাটখিলে না ফেরার দেশে চলে গেলেন খিলপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী। 

চাটখিলে না ফেরার দেশে চলে গেলেন খিলপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী। 

চাটখিল থেকে মনির হোসেন সোহেল ( চাটখিল প্রতিনিধি) : মহান রবের ডাকে সাড়া দিয়ে  না ফেরার দেশে  চলে গেলেন খিলপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যবসায়ী সমিতির সদস্য   আবদুল মতিন (৬৫)।  আজ বৃহস্পতিবার সকালে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন ইন্না-লিল্লাহে………… রাজেউন। তিনি দীর্ঘ দিন খিলপাড়া বাজারের সুনামের সাথে নিজ ব্যবসা মেসার্স তারেক ট্রেডার্স নামক ব্যবসা পরিচালনা করে আসছেন।
বাজারের এমন একজন ব্যবসায়ী কে হারিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী  মরহুম আবু তাহের জামাতা ও খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের মামুনুর রশীদ এর ভগ্নিপতি। আজ বাদ জোহর মরহুমের জানাজা অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্তানে দাপন করা হয়।

Loading

error: Content is protected !!