হোম » প্রধান সংবাদ » রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে যুকের আত্নহত্যা !

রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে যুকের আত্নহত্যা !

মু.তামিম সিফাতুল্লাহ (রাজশাহী প্রতিনিধি) : রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে তৌফিক আহম্মেদ (১৯) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। নগরীর কাশিয়াডাঙ্গার বালিয়াগ্রামে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা।
নিহত তৌফিক আহম্মেদ ওই এলাকার নবাব আলীর ছেলে। তিনি জানান, আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে গত বুধবার রাতে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যায় তৌফিক। সকালে ডাকা-ডাকি করলে কোন সারা-শব্দ পাওয়া যায়নি। পরে পরিবার জানালা দিয়ে দেখে রশির সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। বিষয়টি পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করা হয়। এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলে এই কর্মকর্তা জানান।

Loading

error: Content is protected !!