হোম » প্রধান সংবাদ » রাজশাহীতে ২ শীর্ষ পুলিশ কর্মকর্তার পদায়ন

রাজশাহীতে ২ শীর্ষ পুলিশ কর্মকর্তার পদায়ন

মু.তামিম সিফাতুল্লাহ (রাজশাহী প্রতিনিধি ): রাজশাহী পুলিশের শীর্ষ দুই পদে নতুন কর্মকর্তার পদায়ন করেছে সরকার। গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল বাতেনকে পদায়ন করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আক্তারকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে ডিএমপির বিশেষ শাখার (এসবি) ডিআইজি আবু কালাম সিদ্দিককে। এছাড়া আরএমপির বর্তমান কমিশনার হুমায়ুন কবীরকে পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখার (এসবি) ডিআইজি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Loading

error: Content is protected !!