হোম » প্রধান সংবাদ » চাটখিলে না ফেরার দেশে চলে গেলেন সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা।     

চাটখিলে না ফেরার দেশে চলে গেলেন সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা।     

চাটখিল থেকে মনির হোসেন সোহেল (চাটখিল প্রতিনিধি) : না ফেরার দেশে চলে গেলেন জীবিকার তাগিদে সৌদি আরবে অবস্থানরত রেমিট্যান্স যোদ্ধা। নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রামনারায়ণ পুর ইউনিয়নের রামনারায়ন পুর গ্রামের জহির উদ্দিন পাটোয়ারি বাড়ির সেলিম উদ্দিনের বড় ছেলে ফয়েজ আহমেদ রাফি (২২) সৌদি আরবের মারা যান।

পারিবারিক সুত্রে জানা যায়, আজ বুধবার বাংলাদেশ সময় সকালে স্ট্রোক জনিত কারণে মৃত্যু হয়েছে বলে একই রুমে থাকা সহপাঠীরা পরিবারের জানান। গত দুই বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে আসেন ফয়েজ আহমেদ রাফি ।
রোজগার করে পরিবারের বাবা মা ভাই ভোনদের নিয়ে একটু সুখের থাকার আশা নিয়ে। কিন্তু সৃষ্টি কর্তার সিদ্ধান্তে মহান রবের ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেলেন এই অল্প বয়সে রেমিট্যান্স যোদ্ধা।
পরিবারের দুই ভাই এক ভোনের মধ্যে মারা যাওয়া ফয়েজ আহমেদ রাফি ছিলেন পরিবারের বড় ছেলে। ছেলের এমন অকালে চলে যাওয়া মনকে বুঝ দিতে পারছিলেন না,  মা  লিপি আকতার। পুত্র শোকে বার বার আহজারিতে মুর্চা যাচ্ছেন। ফয়েজ আহমেদ রাফির অকালে প্রাণ  ঝরে যাওয়ায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Loading

error: Content is protected !!