হোম » প্রধান সংবাদ » বগুড়া শেরপুর পিচের গন্ধ না শুকাতেই 

বগুড়া শেরপুর পিচের গন্ধ না শুকাতেই 

এম.এ রাশেদ বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ মডেল ইউনিয়নের গাড়ীদহ বাসস্ট্যান্ড থেকে পূর্বদিকের রাস্তা  দিয়ে গাড়ীদহ ও খামারকান্দি ইউনিয়নের লক্ষাধিক মানুষকে নিয়মিত যাতায়াত করতে হয়।  সম্প্রতি রাস্তাটি কার্পেটিং করা হয়েছে।পিচের গন্ধ না শুকাতেই  ভেঙ্গে পড়েছে করতোয়া ব্রীজের পূর্ব পার্শের এই রাস্তাটি।
রাস্তা দিয়ে চলাচল করা মানুষদের অভিযোগ এই জায়গাটা শুরু থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। রাস্তা তৈরি করার সময় ভালো করে পাড় বাঁধা ও রাস্তার পানি বের করে দেয়ার ব্যবস্থা না করায় রাস্তার বেহাল অবস্থা। সামান্য বৃষ্টিতে বাস্তার বেহাল অবস্থা হওয়ায় এই রাস্তা দিয়ে মানুষ ও যানবাহন চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে।
শুধু পথচারীরা পায়ে হেটে কোনরকমে চলাচল করলেও বাই সাইকেল ও মোটরসাইকেল আরোহীরা অত্যন্ত ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে চলাচল করছে। পথচারী ও এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তা সংস্কার না করলে যেকোন সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য উর্ধতন মহলের প্রতি জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

Loading

error: Content is protected !!