হোম » প্রধান সংবাদ » বগুড়া শাজাহানপুরে ৮৬ বস্তা সরকারি চাল উদ্ধার

বগুড়া শাজাহানপুরে ৮৬ বস্তা সরকারি চাল উদ্ধার

এম.এ রাশেদ (বগুড়া) জেলা প্রতিনিধিঃ  বগুড়ার শাজাহানপুর উপজেলার উমরদীঘি বাজারের একটি গ্যারেজ থেকে ৩০কেজি ওজনের ৮৬ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল পাঁচটার দিকে উমরদীঘি বাজারের একটি গ্যারেজের ভিতরে এই চাল উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের উমরদীঘি বাজার এলাকার একটি গ্যারেজে বেশকিছু খাদ্য অধিদপ্তরের সিল মারা সরকারি চালের বস্তা পাওয়া যায়। স্থানীয়রা এমন বস্তা দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। চালগুলো সরকারি বলে নিশ্চিত হলে তা জব্দ করে পুলিশ।

ওই গ্যারেজের মালিক জিয়াউর রহমান জানান, এক ব্যক্তি চালগুলো তার গ্যারেজে রেখে চলে গেছেন। পুলিশ আসার পর জানতে পেরেছেন এগুলো সরকারি চাল। শাজাহানপুর থানার এসআই সুশান্ত কুমার সাহা জানান, স্থানীয়দের খবরে উমরদীঘি বাজারে গিয়ে পুলিশ সরকারি চাল উদ্ধার করে। এ সময় ৮৬ বস্তা অর্থাৎ প্রায় ২৫৮০ কেজি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আরও খোঁজখবর নেয়া হচ্ছে।

Loading

error: Content is protected !!