হোম » প্রধান সংবাদ » আজিজুর রহমান নির্লোভ ও সৎ রাজনীতিক ব্যক্তি ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী

আজিজুর রহমান নির্লোভ ও সৎ রাজনীতিক ব্যক্তি ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর সদ্য প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমানের কবর জিয়ারত করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার ২০ আগষ্ট দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সিলেট থেকে সড়ক পথে ঢাকা যাওয়ার সময় মৌলভীবাজার সদর উপজেলার গুজারাই গ্রামে সাবেক গণপরিষদ সদস্য ও সংসদ সদস্য, স্বাধীনতা পুরস্কারে ভূষিত সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের কবর জিয়ারত করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন আজিজুর রহমানের ছোট ভাই সাবেক মুক্তিযুদ্ধা জেলা কামান্ডার মোঃ জামাল উদ্দিন, পৌরসভা মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেশনা বিষায়ক সম্পাদক সজিব আহসানসহ পরিবারের সদস্য ও দলীয় নেতা কর্মীরা। গত ১৮ আগষ্ট করোনায় আক্রান্ত হয়ে আজিজুর রহমান মৃত্যুবরণ করেন ।

কবর জিয়ারত শেষে পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন বলেন, দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান নির্লোভ ও সৎ রাজনীতিক ব্যক্তি ছিলেন। এই শূন্যতা পূরন হওয়ার নয়। প্রয়াত আজিজুর রহমানকে অনুসরন করতে দলীয় নেতাকর্মিদের আহবান জানান তিনি।

Loading

error: Content is protected !!