হোম » প্রধান সংবাদ » নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে টিফিন ক্যারিয়ার ও বাই সাইকেল বিতরন

নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে টিফিন ক্যারিয়ার ও বাই সাইকেল বিতরন

জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: ২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক তহবিল উন্নয়ন সহয়তা (এডিপি) এর আওতায় নওগাঁয় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে টিফিন ক্যারিয়ার ও বাই সাইকেল বিতরন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা হলরুমে এতে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।

এসময় সদর উজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, মহিলা ভাইস চেয়ারম্যানসহ প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ১৫০টি টিফিন ক্যারিয়ার ও ৪৮টি বাই সাইকেল বিতরন করেন।

Loading

error: Content is protected !!