হোম » প্রধান সংবাদ » বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আওয়াজ টিভি’র দোয়া মাহফিল অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আওয়াজ টিভি’র দোয়া মাহফিল অনুষ্ঠিত

গণমানুষের আওয়াজ রিপোর্ট: স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা কর্মসূচী পালন করেছে আওয়াজ টেলিভিশন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে আওয়াজ টিভি’র কার্যালয়ে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে আওয়াজ টিভি’র এর বিভিন্ন নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর জীবন দর্শন তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আওয়াজ টিভি, আওয়াজ এন্টারটেইনমেন্ট, আওয়াজ মিউজিক এর চেয়ারম্যান ও দৈনিক গণমানুষের আওয়াজ এর সম্পাদক মোঃ আইনুল হক।

 

তিনি বলেন,স্বাধীনতা অর্জনথেকে শুরু করে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে বিশ্বের দরবারে সমহিমায় প্রতিষ্ঠা করতে বঙ্গবন্ধু নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন। বাঙালি ও বাংলাদেশের ইতিহাসে জাতির জনকের অবদান চিরদিন তাই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অনুষ্ঠানে আওয়াজ টিভি’র হেড অফ পোগ্রাম নাহিদুল হাসান নয়ন, দৈনিক গণমানুষের আওয়াজ এর সহযোগী সম্পাদক শাহজাহান সিরাজ সবুজ, বার্তা সম্পাদক আল-আমিন সেলিম, প্রধান প্রতিবেদক হিরণ প্রধান, নারায়ণগঞ্জ প্রতিনিধি কবির হোসেন, গাজিপুর প্রতিনিধি কফিল মাহমুদ, রিপোর্টার জাকির হোসেন, মোনায়েম হোসেন রাজুসহ প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া-মুনাজাত ও তবারক বিতরণের মধ্যেদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়।

error: Content is protected !!