হোম » প্রধান সংবাদ » বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুরে বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন

বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুরে বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন

খালিদ হোসেন মিলু।বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ  “ঐতিহাসিক পাহাড়পুরে বিশ^বিদ্যালয় চাই”- এই দাবিতে আবারো নওগাঁর বদলগাছীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার বিশ^বিদ্যালয় বাস্তবায়ন ছাত্র পরিষদ, বদলগাছী উপজেলা পরিষদ চত্ত¡রের সামনে এ মানববন্ধনের আয়োজন করে। বিশ^বিদ্যালয় বাস্তবায়ন ছাত্র পরিষদের আহব্বায়ক উপজেলা ছাত্রলীগের সম্পাদক সামসুজ্জামান হিরার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয় বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব বদ্যনাথ টপ্য, প্রধান সমন্বয়ক উপজেলা ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, বদলগাছী বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, বদলগাছী বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের প্রভাষক মাহমুদুল হাসান হিরো, মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক নজরুল ইসলাম,

 মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জবির উদ্দিন এফ এফ, পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, কোলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন, গোবরচাপাহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ, পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কারিমুল হোসেন, বিরু কবিরাজ, নাজমুস সাকিব, সাখাওয়াত জাহিদ, ডলার, সোহাগ, অজিত কুমার, রিংকু কুমার, বর্ষণ, আলামিন প্রমূখ।

Loading

error: Content is protected !!