হোম » প্রধান সংবাদ » ভালকায় দ্বীনি শিক্ষার আলোকে প্রতিষ্ঠিত হাজী ইব্রাহিম হাফিজিয়া মাদ্রাসাটি।

ভালকায় দ্বীনি শিক্ষার আলোকে প্রতিষ্ঠিত হাজী ইব্রাহিম হাফিজিয়া মাদ্রাসাটি।

আরিফুল ইসলাম আরিফ ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ-দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে উপজেলার হবিরবাড়ী স্কয়ার মাস্টারবাড়ীতে আধুনিক মানসম্মত দ্বীনি কোরআন হেফজ শিক্ষার আলোকে প্রতিষ্ঠিত হয়েছে হাজী ইব্রাহিম হাফিজিয়া মাদ্রাসা।হাজী ইব্রাহিম হাফিজিয়া মাদ্রাসাটি সার্বিক তত্ত¡াবধানে রয়েছেন বিশিষ্ট সমাজ সেবক,খাদিজা প্যালেস এর স্বত্বাধিকারী হাজী ইব্রাহিম এবং মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সুদক্ষ কর্মকর্তা,এস এম জাকারিয়া খান।তাদের সফল প্রচেষ্টায় পরিচালিত হচ্ছে ইব্রাহিম হাফিজিয়া মাদ্রাসাটি।মাদ্রাসাটি তে রয়েছে হেফজ, নাজেরা ও বিভাগ নূরানী বিভাগ।বাংলা প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অধ্যায়ন করানো হয়।

 

মাদ্রাসাটিতে সরেজমিনে পরিদর্শনে গেলে।মাদ্রাসাটিতে সুন্দর পরিপাটি ও শিশুদের শিক্ষার জন্য সব রকম আধুনিক ব্যবস্থা সহ থাকা-খাওয়ার সুব্যবস্থা রয়েছে।সমাজ সেবক হাজী ইব্রাহিম জানান,আমার যতটুকু সম্ভব দ্বীনি শিক্ষা ও হাফেজদের সুপ্রতিষ্ঠিত করার জন্য আমার শতভাগ চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।মাদ্রাসা পরিচালনা ও শিক্ষক হিসাবে রয়েছেন হাফেজ মাওলানা মুহাদ্দিস মোঃ ফজলুল হক নোমানী,কারী মোঃ শফিকুল ইসলাম।একজন শিক্ষার্থী জানান,এখানে আমরা আনন্দের সাথে অতিযতেœ লেখাপড়া করতেছি আমাদের শিক্ষক এবং ওস্তাদরা আদর্শিত যন্তবান এবং মাদ্রাসাটি সুন্দর পরিবেশে অবস্থিত।হাজী ইব্রাহীম মাদ্রাসাটি বর্তমানে খাদিজা প্যালেসের তয় তলায় পরিচালিত হচ্ছে।পরবর্তীতে এটি স্থানান্তরিত করে ৫নং ওয়ার্ড ডুলিয়া পাড়ায় স্থাপন করা হবে।

Loading

error: Content is protected !!