এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে প্রতিপক্ষের মারপিটে ৪ জন আহত হয়েছে। আহতরা হলো উপজেলা ভান্ডারবাড়ী ইউনিয়নের জাংলাদহ গ্রামের জয়নাল মন্ডলের ছেলে বিল্লাল মন্ডল, আয়নাল মন্ডল, বিল্লালের স্ত্রী মুর্শিদা খাতুন ও আয়নালের স্ত্রী রেহেনা খাতুন। শনিবার দুপুরে উপজেলার জাংলাদহ গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে।
হাসপাতাল চিকিৎসাধীন আহদের সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের জাংলাদহ গ্রামের মৃত. একান্দালীর ছেলে ইসমাইল হোসেনের সাথে একই গ্রামের আয়নাল মন্ডলের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। তার ই জের ধরে শনিবার দুপুরে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে ৪ জন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করায়। রিপোর্ট লেখাকালীন কোন অভিযোগ দায়ের হয়নি।
আরও পড়ুন
সাতক্ষীরায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী রুহুল হক ও সাবেক এসপিসহ ১৪১ জনের বিরুদ্ধে পৃথক ৩ টি হত্যা মামলা
সেন্টমার্টিন নৌ-পথে ট্রলারকে লক্ষ্য করে গুলি
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু