রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: দুস্থ শিল্পীদের মাঝে সংস্কৃতি মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ সঠিক ভাবে বন্টন না হওয়ায় এবং জেলায় দুস্থ-অসচ্ছল শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের জন্য সরকারি সহায়তায়(মাসিক ভাতা/বাৎসরিক বরাদ্দ) তালিকা সংশোধন করে প্রকৃত অসচ্ছল শিল্পী ও সংগঠনগুলোর নাম অন্তর্ভূক্তকরণের দাবিতে ঠাকুরগাঁও এর রানীশংকৈলে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় উপজেলার উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন সংস্কৃতিসেবী সংগঠনগুলো অংশগ্রহন করে। সমাবেশ শেষে ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান করেন সংগঠনগুলো।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি মোঃ রেজাউল ইসলাম বাবু,সম্পাদক আশরাফ আলী। আরও বক্তব্য রাখেন আর.ডি. থিয়েটারের সাধারণ সম্পাদক মো: জালাল উদ্দীন জিল্লু, উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সম্পাদক ও আর.ডি. থিয়েটার সদস্য মজাহারুল ইসলাম বকুল,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান,মামুনুর রশিদ, জাকারিয়া হাবিব ডন প্রমুখ।
আরও পড়ুন
কুবিতে ভলিবল প্রতিযোগিতা: চ্যাম্পিয়ন বাংলা ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ
অবৈধ স্বর্ণ পাচারকালে মোটরসাইকেলসহ চুয়াডাঙ্গা ডিবির হাতে গ্রেফতার ১
রোহিঙ্গা ক্যাম্পে আরসার হামলায় চারজন নিহত