হোম » প্রধান সংবাদ » চুয়াডাঙ্গার সরোজগঞ্জে আলমসাধু সড়ক দুর্ঘটনায় নিহত ৭ আহত ৮

চুয়াডাঙ্গার সরোজগঞ্জে আলমসাধু সড়ক দুর্ঘটনায় নিহত ৭ আহত ৮

মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি :সরোজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ৮ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রাজশাহী নেয়ার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে তোলার সময় তিনি মারা যান। এ নিয়ে মোট ৭  জনের মৃত্যু হলো।
উল্লেখ্য, আজ শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ এলাকায় রয়েল এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাসের সাথে আলমসাধু ও পাখিভ্যানের সংঘর্ষ হয়। এতে এক পশু চিকিৎসকসহ ঘটনাস্থলে ২ জন, হাসপাতালে নেয়ার পর ৩ জন ও আহত অবস্থায় রাজশাহী নেয়ার প্রস্তুতিকালে ১ জনের মৃত্যু হয়।
নিহতদের প্রত্যেকের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানা গেছে। এছাড়াও গুরুতর আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কয়েকজন চিকিৎসাধীন আছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
 
 
 
     
error: Content is protected !!