হোম » প্রধান সংবাদ » চুয়াডাঙ্গার সরোজগঞ্জে আলমসাধু সড়ক দুর্ঘটনায় নিহত ৭ আহত ৮

চুয়াডাঙ্গার সরোজগঞ্জে আলমসাধু সড়ক দুর্ঘটনায় নিহত ৭ আহত ৮

মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি :সরোজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ৮ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রাজশাহী নেয়ার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে তোলার সময় তিনি মারা যান। এ নিয়ে মোট ৭  জনের মৃত্যু হলো।
উল্লেখ্য, আজ শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ এলাকায় রয়েল এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাসের সাথে আলমসাধু ও পাখিভ্যানের সংঘর্ষ হয়। এতে এক পশু চিকিৎসকসহ ঘটনাস্থলে ২ জন, হাসপাতালে নেয়ার পর ৩ জন ও আহত অবস্থায় রাজশাহী নেয়ার প্রস্তুতিকালে ১ জনের মৃত্যু হয়।
নিহতদের প্রত্যেকের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানা গেছে। এছাড়াও গুরুতর আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কয়েকজন চিকিৎসাধীন আছেন।

Loading

error: Content is protected !!