মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়। অপর ১ একজন গুরুতর আহত হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার ৬ আগস্ট বিকেলে কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের সিংহনাদ গ্রামের আপন দুই ভাই ফাহিম ও ইব্রাহিম এবং বড়গাও গ্রামের হরি মালাকার পার্শ্ববর্তী হাকালুকি হাওরে নৌকায় করে মাছ ধরা কালে তাদের উপর আকষ্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই ফাহিম ও হরি মালাকারের মর্মান্তিক মৃত্যু হয়। আহত অবস্থায় ইব্রাহিমকে স্থানীয়রা উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন।
কুলাউড়া থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হাওরে মাছ ধরতে গিয়ে ২ জনের মৃত্যু ও ১ জন আহত হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
হাতীবান্ধা এস এস একাডেমির জার্সি উন্মোচন ও চাইনিজ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ
ঠাকুরগাঁও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা