মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়। অপর ১ একজন গুরুতর আহত হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার ৬ আগস্ট বিকেলে কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের সিংহনাদ গ্রামের আপন দুই ভাই ফাহিম ও ইব্রাহিম এবং বড়গাও গ্রামের হরি মালাকার পার্শ্ববর্তী হাকালুকি হাওরে নৌকায় করে মাছ ধরা কালে তাদের উপর আকষ্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই ফাহিম ও হরি মালাকারের মর্মান্তিক মৃত্যু হয়। আহত অবস্থায় ইব্রাহিমকে স্থানীয়রা উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন।
কুলাউড়া থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হাওরে মাছ ধরতে গিয়ে ২ জনের মৃত্যু ও ১ জন আহত হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন
পীরগঞ্জে ১৬০ মুক্তিযোদ্ধাকে দেওয়াল ঘড়ি উপহার
সোনাইমুড়ীতে পাইপগান,অটোরিক্সা সহ দুই ছিনতাইকারী আটক
বগুড়ার শেরপুরে বিদ্যুৎপৃষ্টে রংমিস্ত্রী নিহত