গোলাম রব্বানী দুলাল,আদমদিঘী উপজেলা প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের সীমান্ত এলাকা নওগাঁর বোয়ালিয়া শাখা অগ্রণী ব্যাংকের সামনে একটি মারপিটের ঘটনায় আদমদীঘি থানায় দায়ের করা মামলায় তিন সাংবাদিক গোলাম আম্বিয়া লুলু, খায়রুল ইসলাম ও সাগর খান কে আসামী করার প্রতিবাদে সান্তাহার প্রেস ক্লাবে প্রতিবাদ সভা অনূষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানানো হয়।
সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া লুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জনকন্ঠের সাংবাদিক হারেজুজ্জামান, প্রথম আলোর প্রতিনিধি খায়রুল ইসলাম, সমকালের নওগাঁ জেলা প্রতিনিধি এম আর ইসলাম রতন, ভোরের দর্পনের রবিউল ইসলাম রবিন, ইনকিলাবের মনসুর আলী, ভোরের পাতার সাগর খান, বাংলাদেশ প্রতিদিনের মিহির কুমার সরকার, ইত্তেফাকের আনোয়ার হোসাইন, আমার সংবাদের আবু বক্কর সিদ্দীক, আমাদের অর্থনীতির মমতাজুর রহমান, আলোকিত বাংলাদেশের মাহামুদ হোসেন ভোলা, সাংবাদিক তোফায়েল হোসেন লিটন, অরুন কুমার, আব্দুল মতিন, উজ্জল, নয়ন হোসেন প্রমূখ। বক্তাগন তাঁদের বক্তব্যে ষড়যন্ত্র মূলক মামলায় দেশের প্রথম শ্রেনীর দৈনিকের সাংবাদিকদের আসামী করায় তীব্র ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে তিন সাংবাদিকের নাম মামলা থেকে প্রত্যাহার করা না হলে দেশের সাংবাদিকদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
আরও পড়ুন
পোরশায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৩ পালন
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম মরজত আলী মাস্টার এর ২৩তম মৃত্যুবার্ষিকী আজ
বগুড়ায় ২০০ শত পিচ ইয়াবা ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ০১