হোম » প্রধান সংবাদ » শেরপুরে সহকারী কমিশনার জামশেদ আলাম রানার অভিযানে খাস জমি দখলমুক্ত

শেরপুরে সহকারী কমিশনার জামশেদ আলাম রানার অভিযানে খাস জমি দখলমুক্ত

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ ভূমি দস্যুদের দৌরাত্ম কমাতে নিয়মিত অভিযান পরিচালনা করছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জামসেদ আলাম রানা। সেই ধারাবাহিকতায় আজ ০৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের নাইশিমুল গ্রামে অভিযান চালিয়ে নাইশিমুল মৌজার ১২৫ দাগের ৬ (ছয়) শতক জমি দখলমুক্ত করা করেন সহকারী কমিশনার ভূমি জামশেদ আলাম রানা।

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার প্রতিবেদন সূত্রে জানা যায়, বিশালপুর ইউনিয়নের নায়েরপাড়া গ্রামের নাইশিমুল মৌজার ১২৫ দাগের ৬ শতক খাস জমিতে মৃত গোপাল চন্দ্র সরকার এর ছেলে ব্রজেন্দ্রনাথ সরকার, অবৈধভাবে ইটের প্রাচীর নির্মাণ করছেন।

এ তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি জামসেদ আলাম রানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন এবং অবৈধভাবে নির্মিত প্রাচীর ভেঙে দেন। অভিযানকালে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাসহ অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন।

Loading

error: Content is protected !!