হোম » প্রধান সংবাদ » হাতীবান্ধায় বানভাসি পরিবারের মাঝে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের ত্রাণ বিতরণ

হাতীবান্ধায় বানভাসি পরিবারের মাঝে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের ত্রাণ বিতরণ

মিজানুর রহমান, হাতীবান্ধা-পাটগ্রাম প্রতিনিধিঃ- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নে বানভাসি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটি। বুধবার (৫ আগষ্ট) বিকালে উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজ মাঠে বন্যার্ত ৩০০ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জর্জিস আলম দরদীর সভাপতিত্বে উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সভাপতি নির্মল রঞ্জন গুহ।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সাধারণত সম্পাদক এ,কে,এম আফজালুর রহমান, সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ নাফিউল করিম নাফা, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ রাজনসহ জেলা ও উপজেলার স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

Loading

error: Content is protected !!