হোম » প্রধান সংবাদ » লিভার সিরোসিস রোগে আক্রান্ত জরিফা বাঁচতে চায়

লিভার সিরোসিস রোগে আক্রান্ত জরিফা বাঁচতে চায়

মিজানুর রহমান, হাতীবান্ধা-পাটগ্রাম প্রতিনিধিঃ–  লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ এলাকার ভূমিহীন জরিফা আক্তার (২২) নামের এই বোন লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন তার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার যা তার দিনমজুর পরিবার থেকে বহন করা অসম্ভব। এই করোনা কালীন সময়ে তিনি কোথাও যেতে পারছেন না এবং সাহায্যও পাচ্ছেন না তাই তিনি সমাজের বিত্তবান ও সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। সমাজের সর্বস্তরের কাছে আমাদের আহবান আমাদের একদিনের খরচের টাকা বাঁচিয়ে একজন বোনকে সহযোগিতা করি নিশ্চয় আল্লাহ এর উত্তম প্রতিদান আমাদেরকে দেবেন।

সামর্থবানদের একটু সহযোগিতা-সহমর্মিতাই ফিরিয়ে পেতে পারে তার জীবন।

সাহায্য পাঠানোর ঠিকানা- ০১৯৪৩৪৬৭৯২৫ বিকাশ পার্সোনাল।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
 
 
 
     
error: Content is protected !!