আল-হেলাল,সুনামগঞ্জ : মদিনাতুল আল খাইরীর চেয়ারম্যান ও বাংলাদেশ খেলাফত মজলিসের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী শায়েখ মাওলানা ফয়েজ আহমদের অর্থায়নে ও সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিস এর তত্বাবধানে দরিদ্র ও বানভাসীদের মাঝে কোরবানীর গোশত বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে ১০টি গরু কোরবানী শেষে সুনামগঞ্জের বড়ঘাট মদিনাতুল আল খাইরী মসজিদ প্রাঙ্গনে সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি হযরত মাওলানা নুর উদ্দীন আহমদ চন্ডিপুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সাহিদ আহমদের পরিচালনায় গোশত বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ খেলাফত মজলিস নেতা হযরত মাওলানা এমদাদুল হক বড়ঘাটি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিস শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ জয়নুল ইসলাম, জগন্নাথপুর খেলাফত মজলিস শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাজাওয়ার হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন জেলা খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আতাউর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সভাপতি ও জেলা প্রচার সম্পাদক কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, খেলাফত মজলিস নেতা মাওলানা আমির উদ্দীন,মাওলানা জামাল উদ্দীন, মাওলানা এবিএম নোমান, মাওলানা তাজুল ইসলাম ও মাওলানা আনোয়ার হোসাইন প্রমূখ।
সুনামগঞ্জে লন্ডনস্থ মদিনাতুল আল খাইরীর উদ্যোগে কোরবানীর গোশত বিতরন

আরও পড়ুন
মহামারী ঠেকাতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী
পোরশায় পলাশবাবাড়ী চাচাই বাড়ি ফাজিল মাদ্রাসা কামিল অনুমতি পেল
ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব কারাম উৎসব অনুষ্ঠিত