দিনাজপুর প্রতিনিধি : জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত কর্মসূচীর আওতায় দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে ১ লক্ষ বৃক্ষ রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে দিনাজপুর পুলিশ লাইনসে বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার (এসপি) মোঃ আনোয়ার হোসেন।
এসময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মিঠুনসহ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে জন্ম না নিলে বাংলাদেশ হতো না। তার জন্মশতবার্ষিকীতে দিনাজপুর জেলা পুলিশ এই ক্ষুদ্র প্রয়াস দিনাজপুর বাসীর জন্য মাইলফলক হয়ে থাকবে।
আরও পড়ুন
পীরগঞ্জে বীজ ও সার বিতরণ
হয়রানিসহ নারীদের কূপ্রস্তাব দেয় রাজশাহী শিক্ষা বোর্ডের জাহিদুর রহিম
শেরপুর মুক্ত দিবস উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত