হোম » প্রধান সংবাদ » হাতীবান্ধায় আবুল কাসেম ফাউন্ডেশনের উদ্যোগে ৪০ টি অসহায়-দুস্থ পরিবারকে ঈদে মাংস বিতরণ

হাতীবান্ধায় আবুল কাসেম ফাউন্ডেশনের উদ্যোগে ৪০ টি অসহায়-দুস্থ পরিবারকে ঈদে মাংস বিতরণ

মিজানুর রহমান, হাতীবান্ধা – পাটগ্রাম প্রতিনিধিঃ- “আবুল কাসেম ফাউন্ডেশন”এর উদ্যোগে  আবু তাহের সুমনের ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন অঞ্চলের ন্যায়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলাতেও ৪০ টি অসহায়-দুস্থ পরিবারের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুরবানীর মাংস বিতরণ করা হয়েছে।

শনিবার ঈদুল আযহা’র নামায শেষে এই মাংস বিতরণ করেছেন ফাউন্ডেশনের সদস্যরা। বিতরণ কালে সদস্যরা বলেন, মহান আল্লাহ তায়ালা কবুল করুন আমার এলাকায় কুরবানী দাতা ভাই-বোনদের ত্যাগকে। সদস্যরা উল্লেখ করে আরো বলেন, দানগ্রহীতাদের মধ্যে ছিল,
*** যারা কুরবানী দেয় নি।
*** যারা সাধারণত মাংস কিনে খেতে পারে না।তবে দুঃখিত! এক্ষেত্রে কোন কম্প্রোমাইজ ছিল না!

তাছাড়াও চলমান বিশ্ব স্বাস্থ্য সমস্যা নভেল করোনা ভাইরাসের তান্ডবে সারা দুনিয়ার সকল মানুষের হৃদয় স্পন্দন যখন স্তব্ধ। বাংলাদেশেও এর বিস্তার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মানুষ দীর্ঘদিন ধরে নিজ নিজ ঘরে অবস্থান করছেন। বেকার ও অসহায় হয়ে পড়েছেন দিন রুজী করা মানুষ গুলো। এই মানুষ গুলোর কথা চিন্তা করে সরকারের পাশা-শাশি ফান্ডেশনের আবু তাহের সুমনের ব্যবস্থাপনায় নিজ উদ্যোগে সারাদেশে কয়েক শত অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন।

Loading

error: Content is protected !!