হোম » প্রধান সংবাদ » বগুড়ার শেরপুরে পাওয়ার টিলারের চাপায় ২য় শ্রেনীর ছাত্রের মৃত্যু

বগুড়ার শেরপুরে পাওয়ার টিলারের চাপায় ২য় শ্রেনীর ছাত্রের মৃত্যু

আবু জাহের, শেরপুর (বগুড়া) থেকেঃ বগুড়ার শেরপুরে পাওয়ার টিলারের চাপায় মধ্যভাগ সরকারি প্রথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র তোফাজ্জল হোসেন (৮) নিহত হয়েছে। নিহত তোফাজ্জল হোসেন সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামের আজিম উদ্দিনের ছেলে। বুধবার (২৯ জুলাই) বিকাল ৩টায় শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানাযায়, শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ পশ্চিমপাড়া গ্রামের মোখছেদ আলীর ছেলে মহর ফকির জমিতে পাওয়ার টিলার দিয়ে হাল চাষ করে বাড়িতে যাচ্ছিল। এ সময় তোফাজ্জল হোসেন পেছন থেকে দৌড় দিয়ে পাওয়ার টিলারের উপর উঠার চেষ্টা করে। পাওয়ার টিলারে কাঁদা থাকায় পা  স্লিপ করে চাকার নিচে পরে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় শেরপুর থানার এসআই ওসমান গনি বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে প্রায়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
 
 
 
     
error: Content is protected !!