বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ বদলগাছীর ছোট যমুনা নদীর চরে (বেড়ি বাঁধের ভিতরে) শ্রীকৃষ্ণপুর মৌজায় বসবাসকারীদের মাঝে ২৯ জুলাই বুধবার বেলা সাড়ে ১০টায় চৌকুস উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহির ১০টি পরিবারকে ২০ কেজি করে ত্রাণের চাল ও ইউএনওর নিজস্ব অর্থায়নে মাক্স ও ছোট ছোট ছেলে-মেয়েদের খেলার জন্য ফুটবল বিতরণ করেন। ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বসতবাড়ীতে পানি উঠলে কয়েকটি পরিবার বদলগাছী প্রতিবন্ধি স্কুলে আশ্রয় নেয়।
এসব পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন ইউএনও মুহাঃ আবু তাহির। শ্রীকৃষ্ণপুর গ্রামের মোঃ শহীদুল ইসলাম, নুরু, পারভীন জানান হঠাৎ করে ইউএনও স্যার এসে এভাবে আমাদেরকে চাল, মাক্স ও ছেলে-মেয়েদের জন্য ফুটবল পৌঁছে দিবেন এটা ভাবতেও পারিনি। এজন্য আমরা অত্যন্ত খুশি এবং তার কাছে চিরকৃতজ্ঞ।
আরও পড়ুন
হাতীবান্ধা এস এস একাডেমির জার্সি উন্মোচন ও চাইনিজ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ
ঠাকুরগাঁও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা