আরিফুল ইসলাম(আরিফ)ময়মনসিংহ,ভালুকা, প্রতিনিধি: ভালুকায় সেচ্ছায় অসহায় রোগীর জীবন বাঁচাতে রক্ত দান অব্যাহত রাখছেন ছাদিক হোসাইন।ভালুকা উপজেলার ৭নং মল্লিকবাড়ী ইউনিয়নের তরুন ছাত্র নেতা, ভাওয়াল বদরে আলম কলেজের মেধাবী ছাত্র মো: ছাদিক হোসাইন বিভিন্ন সময়ে রক্তস্বল্পতা রোগি সহ বিভিন্ন জনকে সেচ্ছায় রক্তদান সহ বিভিন্ন ভাবে মানুষকে সহযোগিতা, উপকার করার আলোকে ভূমিকা পালন অব্যাহত রাখছেন।তার পিতা শহীদ রিয়াজ উদ্দিন আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা- প্রধান শিক্ষক আ: সালাম জানান,আমার এলাকায় শিক্ষা বিস্তারে ৩৮ বছর যে আদর্শ এবং কষ্টের জীবনী পার করতেছি,
সেই দিক অনুপ্রাণিত হয়ে কাজ করলে সে আরো ভাল কাজ করে দেশ,সমাজ,পরিবারের মুখ উজ্জল করতে পারবে বলে আমি আশা রাখি।করোনা ভাইরাস উপেক্ষা করে ছাদিক হোসাইন অসহায় রোগির জীবন বাঁচাতে ছুটে যান ময়মনসিংহের একটি হাসপাতালে সেখানে রক্তস্বল্পতা একজন রোগিকে হাঁসি মুখে তিনি ১ব্যাগ লাল ভালবাসায় রক্তদান করেন।ছাদিক হোসাইন জানান,প্রাণগাতি করোনা ভাইরাস মোকাবিলায় সকলকে নিজ নিজ স্থান থেকে সচেতন ও সহযোগিতার করার আহবান করছি।এবং তরুন যুব সমাজ বলেন,মাদক,সহ বিভিন্ন প্রকার খারাপ আচরণ,আড্ডাবাজী না দিয়ে নিজ পরিবার এবং জীবন চলার পথে উন্নয়ন মূখী চিন্তা চেতনা রাখলে এ দেশের জন শক্তির আরো উন্নতি হবে।
আরও পড়ুন
পীরগঞ্জে ১৬০ মুক্তিযোদ্ধাকে দেওয়াল ঘড়ি উপহার
সোনাইমুড়ীতে পাইপগান,অটোরিক্সা সহ দুই ছিনতাইকারী আটক
বগুড়ার শেরপুরে বিদ্যুৎপৃষ্টে রংমিস্ত্রী নিহত